বিখ্যাত প্রেমের উক্তি, Best Bengali Lines about Love by famous poets
বিখ্যাত প্রেমের উক্তি, Best Bengali Lines about Love by famous poets
অনেক দিন পর তোমাকে দেখলাম তোমাকে
দেখে থমকে দারিয়ে ছিলাম আমি খুব কষ্টে নিজেকে
সামলে নিলামযখন তুমি আমাকে দেখে না
দেখার ভান করলে তখন আমার দারুন লেগেছে
তোমাকে সেই অনুভুতির কথা বলে বুঝাতে পারবো না_
-------------------------------
তুমি যদি বাসো ভালো,
চাঁদের মতো দেব আলো,
যদি আমায় ভাবো আপন,
হব তোমার মনের মতন,
নদী যেমন দেয় মোহনা,
তোমার ই আমি তোমার উপমা,
------------------------------------
আমি যদি চলে যাই’ নীল আকাশের কাছে~
~আমায় তুমি খুজে নিয়ো’ সন্ধা তারার মাঝে~
~একা যদি লাগে তোমার’ মনে রেখো আমায়~
~দক্ষিনা বাতাস হয়ে আমি’ ছুয়ে দিবো তোমায়~
-------------------------------------------------
নরমাল হাতের সুইট লেখে| বন্ধু আমি ভেরী একা|
চাঁদের গাঁয়ে জোসনা মাখা,
মোনটা আমার ভিষন ফাকা| ফাকা মোনটা পূরণ কর,
একটু আমায় স্বরন কর|
-------------------------------------------
তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।
ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।
--------------------------------------------
তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো~
~সারা জীবন তোমায় আমি’ ভালবেসে যাবো~
~পাশে থেকো সারা জীবন’ দুরে যেয়ো না~
~তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না~
-------------------------------------------------
যে মানুষ যত বেশি গম্ভীর..
সে মানুষ ততবেশি রাগী..
তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি..!!
----------------------------------------------
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে। যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে।
-----------------------------------------
তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।
ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।জানাতে চাই –
তোমায় আমিএ হৃদয়ে রয়েছ তুমি।
তোমায় নিয়ে সারাক্ষণ,স্বপ্নের জাল বুনে যাই।ভালবাসি শুধু তোমায় আমি,
জনম জনম ভালবাসতে চাই।জানতে চাই –
আমি তোমার কাছেতোমার কী প্রিয় হৃদয় আছে? পারো না কেন?
0 Comments